E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

২০২৪ এপ্রিল ২০ ১৪:৪৭:১১
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের সময় বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী খালে এ ঘটনা ঘটে।

নিহত মৌয়ালের নাম গাজী মনিরুজ্জামান বাচ্চু (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে।

নিহত মৌয়ালের শ্যালক আশিকুর রহমান জানান,গত ২ এপ্রিল বনবিভাগ থেকে অনুমতি (পাশ) নিয়ে মধু কাটতে যান তার দুলাভাই মনিরুজ্জামান। শনিবার ভোরে নোটাবেকী খাল এলাকায় একটি রয়েল বেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে। এসময় তার সাথে থাকা মৌয়ালরাও লাঠিসোটা নিয়ে বাঘের মুখ থেকে তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষনে তিনি মারা যান। পরে বাঘটি তাকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী খবরটি নিশ্চিত করে জানান, মৌয়ালদের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের লোকজন নোটাবেকী নামক স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

(আরকে/এএস/এপ্রিল ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test