E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় উপজেলা নির্বাচন বিষয়ক প্রেস ব্রিফিং

২০২৪ মে ০৭ ১৩:৪৫:৩৪
কাপাসিয়ায় উপজেলা নির্বাচন বিষয়ক প্রেস ব্রিফিং

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া উপজেলার প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদের নির্বাচন বিষয়ক প্রেস ব্রিফিং হয়েছে। সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রেস ব্রিফিং সভা হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার মো.মাহাবুবুর রহমান স্থানীয় সাংবাদিক আগামী ৮ মে বুধবার প্রথম ধাপের ভোট নিয়ে আলোচনা করেন। 

কাপাসিয়া প্রেস ক্লাব সভাপতি সনজীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন, মজিবুর রহমান, শরিফ সিকদার, আকরাম হোসেন হিরন, মজিবুর রহমান, আকরাম হোসেন রিপন, সাইফুল ইসলাম নান্না প্রমুখ।

একেএম লুৎফর রহমান জানান আগামী ৮ ম বুধবার নির্বাচন বিষয়ে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন ধরনের সহিংসতা দেখা দিলে ভোট বন্ধ হবে এবং ফৌজদারি মামলার আওতায় আনা হবে। তিনি আরো জানান,২ প্লাটোন বিজিবি, ৩ প্লাটোন আনসার বেটালিয়ান, ১১টি ইউনিয়নে ১১জন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নিরাপত্তার নিয়োজিত থাকবেন।

এছাড়া নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্র পাঠানো হবে বলে তিনি জানান। কাপাসিয়া উপজেলায় মোট ভোটার ৩১৫২০১ জন। মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এতে ২২ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে নজরদারি রাখা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান।

(এসকেডি/এএস/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test