E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার 

২০২৪ মে ০৮ ১৬:২৯:৪১
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ফুলবাড়ীতে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ মোস্তাকিম ইসলাম (৩৫), মোঃ আব্দুর রহমান (৩৫), মোঃ হাসান (২৮) ও মোঃ বেলাল (৪৫)।

মোঃ মোস্তাকিম ইসলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চৌকিয়াপাড়া (সোনাপাড়া) এলাকার মোঃ আইনুদ্দীন মন্ডলের ছেলে। মোঃ আব্দুর রহমান বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নান ছেলে। মোঃ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাসুমপুর চালুঞ্জা গ্রামের মোঃ কোব্বাতের ছেলে ও মোঃ বেলাল দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলার ডাকাত সদস্য। এর মধ্যে মোঃ মোস্তাকিম ইসলামের বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, জয়পুর হাটসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি ও মাদকের অসখ্য মামলা রয়েছে।

পুলিশ জানায়, ৬ মে ভোর পৌনে ৪ টার দিজে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের পার্বতীপুর গ্রামস্থ লালদীঘি বাজারের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে মুদিখানা ও বিকাশ নগদের দোকান মেসার্স পল্লব ভ্যারাইটিজ স্টোর এন্ড টেলিকম, দুলালের মেসার্স তিনভাই ট্রেডার্স কীটনাশকের দোকান, মোঃ স্বাধীন সাগরের মেসার্স সাগর টেডার্স কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। এ ঘটনায় পুলিশের দুইটি টিম ৪৮ ঘণ্টা অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ওই ৪ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপভ্যান উদ্ধার করে।

ডাকাতেরা উল্লেখিত ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে জানিয়েছে পুলিশ। লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান ও অবশিষ্ট ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে,বলেও পুলিশ জানিয়েছেন।

(এসএস/এসপি/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test