E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ:আব্দুল মান্নান এমপি

২০১৪ নভেম্বর ২১ ২১:৫৯:২৫
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ:আব্দুল মান্নান এমপি

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান বলেছেন, আওয়ামী লীগ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশ ও জাতির  উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর সৈনিকরা মানুষের কল্যাণে কাজ করে।  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ।

তিনি বলেন, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হয়। যেকোন বিপর্যয় ও দুর্যোগ মোকাবেলা করা যায়। তাই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে অপশক্তির অপরাজনীতি মোকাবেলা করার জন্য তিনি আহবান জানান।

তিনি শুক্রবার দুপুরে সারিয়াকান্দিতে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, সহ-সভাপতি মন্তেজার রহমান মন্টু,মমতাজুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, সামছুল হক, আবদুল মজিদ, জাহিদুল ইসলাম,নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, খাজা নাজিম উদ্দীন।

এর আগে সংসদ উপজেলা পরিষদ হলরুমে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প-বিএডিসি কম্পোনেন্ট কৃষি মন্ত্রণালয়ের আওতায় আলুবীজ উৎপাদন বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিএডিসি বগুড়ার যুগ্ম পরিচালক নুরনবী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প-বিএডিসির প্রকল্প পরিচালক মুহা: আজহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএইচ বজলুর রশিদ রাজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল মাহমুদ।বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মো: সামসুদ্দীন ফিরোজ,

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

(এএসবি/এসসি/নভেম্বর২১,২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test