E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০১৪ নভেম্বর ২৪ ১৬:১৪:৪০
নওগাঁয় খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁয় গৃহবধু মিছেলা আকতারের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা কালব্যাপী শহরের ব্রীজের মোড়ে স্বাধীনতা ভাষ্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকসেদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নওগাঁ পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুক, সিরাজুল ইসলাম নিজ্জু, পিযুষ কান্তি সরকার, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্টু চাকি, শ্রমিক নেতা অমল চন্দ্র দত্ত নিহতের পিতা মিরাজ হোসেন প্রমুখ। বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, তিন বছর আগে নওগাঁ সদর উপজেলার মিরাজ হোসেনের মেয়ে মিছেলা আকতারের সঙ্গে একই উপজেলার বাঙ্গাবাড়িয়া মহল্লার আজিজার রহমানের ছেলে বাপ্পী হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপ্পী এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল । যৌতুকের টাকা দিতে না পারায় ১৬ নবেম্বর রাতে নিজ বাড়িতে স্বামী বাপ্পী হোসেন, তার বাবা আজিজার রহমান ও মা রেনু বেগম মারপিট ও নির্যাতনের একপর্যায় মিছেলা আকতারকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পরে ২০ নবেম্বর নিহতের পিতা মিরাজ হোসেন বাদি হয়ে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে বাপ্পী হোসেনকে মূল আসামী করে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের লোকজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মিছেলা আকতারের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখনই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এএস/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test