E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৫ শহীদ মুক্তিযোদ্ধার কবর স্থানান্তর

২০১৪ নভেম্বর ২৯ ১৫:৪২:৩৮
কুষ্টিয়ায় ৫ শহীদ মুক্তিযোদ্ধার কবর স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি : মহান স্বাধীনতার ৪৩ বছর পর কুষ্টিয়ার খোকসা-কুমারখালী সীমান্তবর্তী গ্রাম ডাসার জিকে খালের রাস্তার উপর থেকে পাঁচ শহীদ মুক্তিযোদ্ধার গনকবরটি স্থানান্তর করা হয়েছে। রাস্তার উপর থেকে কবর সরিয়ে পাশেই জিকের জমিতে তাদের দাফন করা হয়েছে। শুক্রবার পুরাতন গণকবর থেকে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, গোপাল, লুৎফর, ইকবাল ও আনছারের দেহাবশেষ উত্তোলন করা হয়।
স্থানীয়রা জানান, যুদ্ধের সময় ৫ মুক্তিযোদ্ধা শহীদ হলে তাদের জিকে খালের রাস্তার ওপর গণকবর দেয়া হয়।

শুক্রবার দেহাবশেষ তুলে নতুন কাফন পরিয়ে জানাযার নামাজ শেষে ১৫ ফুট দূরে জিকে খালের জমিতে নির্মিত স্মৃতিস্তম্ভের পাদদেশে বীরদের কবর দেয়া হয়। এ সময়ে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা স্বজনদের দেহাবশেষ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দেহাবশেষ স্থানাস্তরের সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন, সহকারী কমান্ডার সাহাব উদ্দিন, খোকসা, কুমারখালী ও শৈলকুপার কমান্ডার, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধা কুদ্দুসের ভাই সহকারী অধ্যাপক আজম হোসেন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর আমার ভাইসহ পাঁচ মুক্তিযোদ্ধার সমাধীস্থল রাস্তার উপর থেকে সরিয়ে একটি ভাল কাজ করলো মুক্তিযোদ্ধা কমান্ড। দেশের সব গণকবর গুলো এভাবে সংরক্ষন করা উচিত বলেও মনে করেন তিনি। শহীদদের গণকবর গুলো স্থানান্তর করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন যুদ্ধকালীন কমান্ডার লুৎফর রহমান।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২২ জুলাই মুক্তিযোদ্ধাদের একটি দল ডাসা চাষী ক্লাবে রাজাকার ক্যাম্পে হামলা চালায়। সূর্যদয়ের পূর্ব মুহুর্তে রাজাকার কমান্ডার খেলাফত আলীর ছেলে মুুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এ সময় ঘটনাস্থলেই পাঁচ মুক্তিযোদ্ধা শহীদ হয়। আহত হয় আরো আট জন মুক্তিযোদ্ধা। সেদিন সকালে রাজাকার কমান্ডারের নির্দেশে ডাসায় জিকে খালের রাস্তার পাশে মুক্তিযোদ্ধাদের গণকবর দেওয়া হয়।

(কেকে/পি/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test