E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০১৪ ডিসেম্বর ০৮ ১৮:৪৩:৩১
রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নিন্ম-মানের খাবার, অনুমোদিত পণ্য বিক্রি, মোবাইলের মূল্য তালিকা না রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে সাত প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার(৮ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও রায়পুরের ইউএনও শারমিন আলম এ আদালত পরিচালনা করেন। এ সময় বন ও রেঞ্জ কর্মকর্তা, এস আই আবুল খায়ের সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হল তাজমহল সিনেমা হলের সামনে মোঃ শাহজাহানের মালিকানাধীন বিনিময় কনফেকশনারীর ৫ হাজার, বাবুল বণিকের মালিকানাধীন ক্যাপিটাল কনফেকশনারীর ২ হাজার, কমল বণিকের মালিকানাধীন মেট্রো টেলিকমের ২ হাজার, বড় মিয়া হোটেলের ১০ হাজার টাকা এবং মাচেন্টস একাডেমির সামনে আ. লীগ নেতা দেলোয়ার হোসেন এর মালিকানাধীন স’মিল ও হেদায়েত উল্যা মাষ্টারের স’মিল এ অভিযান চালিয়ে কাউকে না পেয়ে তালা মেরে দেওয়া হয়। এ সময় অন্যান্য অসাধু ব্যবসায়ীরা ম্যাজিষ্ট্রেটের অভিযানের সংবাদ শুনে দোকান ও অন্য স’মিল বন্ধ করে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে মনির হোসেন ও ফিরোজ আলম সহ কয়েকজন স’মিল মালিক সাংবাদিকদের জানান রায়পুরে ৫৭টি স’মিলের অনুমতিপত্র নবায়ন করার নামে হাজার হাজার টাকা ঘুষ নেয় এবং আরো ঘুষ না দেওয়ায় রায়পুরের বন ও রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন দীর্ঘ দিন ধরে মালিকদের হয়রানী করে আসছিল। কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। পরে ইউ.এন.ও ও উপজেলা চেয়ারম্যান স’মিল মালিকদের সাথে বৈঠকে বসলেও তা বিফলে যায়। এ কারণে ক্ষুব্দ হয়ে বন কর্মকর্তা ইউএনওকে দিয়ে অভিযান চালিয়ে আমাদের হয়রানী করছে।

রায়পুরের বন ও রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে স’মিল মালিকদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের স’মিলের যথাযথভাবে কাগজপত্র ঠিক না থাকায় পূর্ন নবায়ণ দেওয়া সম্ভব নয়। তাদেরকে নোয়াখালী বিভাগীয় অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল।

(এমআরএস/অ/ডিসেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test