E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগাতিপাড়ায় ৬’শ আম গাছের চারা কেটে বিনষ্ট

২০১৪ ডিসেম্বর ১৭ ১৯:৩৫:০৫
বাগাতিপাড়ায় ৬’শ আম গাছের চারা কেটে বিনষ্ট

নাটোর প্রতিনিধি : বাগাতিপাড়ায় তিনটি বাগানের প্রায় ৬’শ আম গাছের চারা কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বাগাতিপাড়া উপজেলার তোকিনগর গ্রামের তনু মোল্লা, আমির উদ্দিন ও আনোয়ার হোসেনের তিনটি বাগানের ৬’শ আম গাছের চারা কেটে বিনষ্ট করা হয়। এর মধ্যে তনু মোল্লা ২০ বিঘা আয়তনের বাগানের ৫২০টি, আনোয়ার হোসেনের ২৫টি চারা গাছ ও আমির উদ্দিনের ৪ বছর বয়সী ৫০টি আম গাছ কেটে ফেলা হয়।

বুধবার সকালে বাগানে গিয়ে চারা গাছ কাটা দেখে মুষড়ে পড়েন বাগান মালিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তনু মোল্লা জানান, তিনি গত ৬ মাস আগে তার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের আমের চারা রোপণ করেন। রাতে কে বা কারা তার ওই বাগানের সব গাছ কেটে দিয়েছে।

অমির উদ্দিন জানান, তার চার বছর বয়সী ৫০ টি আমগাছ কেটে বিনষ্ট করা হয়েছে। গত মৌসুমে ওই গাছ থেকে আমের ফলন পেয়েছেন। ফলবান গাছ কেটে ফেলায় তার আর্থিক ক্ষতি হয়েছে।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বিকেল ৫ টা পর্যন্ত এ ব্যাপারে ক্ষতিগ্রস্থদের কেউ থানায় অভিযোগ করেননি।

উল্লেখ্য যে, এই উপজেলা ইতিপুর্বে ১০/১২ জন বাগান মালিকের আম, বরইসহ বিভিন্ন ফলজ গাছ কেটে বিনষ্ট করা হয়।

(এমআর/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test