E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

২০১৪ ডিসেম্বর ১৮ ১৮:৩৫:৫২
নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধি : নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা , র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আতিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া মানবপাচার বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী ও এনজিও এসোসিয়েশন এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নাটোরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন নাটোরের নেজারত ডেপুটি কালেকক্টর (এনডিসি) সানিউল ফেরদৌস। এর আগে শিশু একাডেমী কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

(এমআর/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test