E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিপক্ষের আগুনে বরজ পুড়িয়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

২০১৪ ডিসেম্বর ৩০ ১৮:০৩:২৪
প্রতিপক্ষের আগুনে বরজ পুড়িয়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামে কৃষক আবদুল মান্নানের ৩২ শতাংশ জমির পানের বরজ প্রতিপক্ষের লোকজন আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে  বরজের আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

বরজের কিছু অংশ পাশ্ববর্তী ডোবায় ফেলা হয়। এসময় জমির চার পাশের শতাধিক গাছ কর্তন করা হয়। এতে ওই কৃষকের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে ঘটনার পর থেকে সন্ত্রাসীরা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানে থাকায় ভয়ে ক্ষতিগ্রস্ত কৃষক পুলিশে অভিযোগ করতে পারেনি। এতে আতংকিত হয়ে পড়েছে ওই কৃষকের পরিবারের লোকজন।

সরেজমিন গেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার উত্তর চর আবাবিল গ্রামের বেপারী বাড়ির কৃষক আব্দুল মান্নান ১০ বছর ধরে ব্যাংক খন ও বিভিন্নজনের কাছ থেকে ধার দেনা করে পানের বরজ করছি পরিচালনা করে আসছি। কয়েক বছর ধরে একই বাড়ির আলাউদ্দিন ও তার ভাই ইয়াছিনদের বরজের ওই জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশী বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। বর্তমানে দুইপক্ষের মধ্যে লক্ষ্মীপুর আদালতে মামলা চলছে। এর জের ধরে মঙ্গলবার ভোরে আবদুল মান্নানের পানের বরজে আলাউদ্দিন ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পান খেতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বরজের কিছু অংশ পাশ্ববর্তী ডোবায় ফেলে ভস্মীভূত করা হয়। এসময় ওই জমির চার পাশের মাঝারি আকৃতির শতাধিক গাছ কর্তণ করে তারা। এতে ওই কৃষকের এখন সব কিছু শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে আলাউদ্দিন সাংবাদিকদের জানান, পানের বরজের জমিটি তাদের। মান্নান জের করে তা ভোগ দখল করে আসছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক আকন্দ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাক্তি এসে ঘটনাটি জানিয়েছে। তাকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমআরএস/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test