E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেসক্লাব অবরুদ্ধ

২০১৫ জানুয়ারি ০৬ ১২:৩৬:৩৯
প্রেসক্লাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার : বিপুল সংখ্যক পুলিশ-ডিবি পুলিশ প্রেসক্লাবের চারদিক অবরোধ করে রেখেছে। প্রেসক্লাবে তিনটি গেইটই ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রয়েছে পুলিশের জলকামান, এপিসি।

এ ছাড়া মঙ্গলবার সকালে প্রেসক্লাবের আশপাশের রাস্তার গলির মুখেও পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে।
জানা গেছে, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবীদের সমাবেশে যোগ দেওয়ার পর প্রেসক্লাবেই অবস্থান করেছেন। তারপর থেকে তিনি প্রেসক্লাব থেকে আর বের হননি।
একটি সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল যেকোনো সময় গ্রেফতার হতে পারে। এজন্যই তিনি প্রেসক্লাবের ভেতরে আছেন। এ ছাড়া তিনি প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করবেন। তখন তিনি বিএনপির অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে। ফখরুলের সঙ্গে এখন প্রেসক্লাবে অবস্থান করছেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবীর ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বলেন, প্রেসক্লাবে যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে আমাদের এই অবস্থান। আমাদের প্রস্তুতি সম্পর্কে আগাম কিছুই বলার নেই।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৫ )

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test