E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী গ্রেফতার : হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বর্ধিত

২০১৫ জানুয়ারি ১২ ১৯:৫৮:১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী গ্রেফতার : হরতাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বর্ধিত

বগুড়া প্রতিনিধি : অবরোধের পাশাপাশি বগুড়া জেলায় ২০ দলীয় জোটের ডাকে হরতাল চলছে। সোমবার হরতাল চলাকালে কেথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে শহরের কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা রয়েছে। এছাড়া শহরে রিক্সা, অটো চার্যারসহ মহাসড়কে পুলিশি প্রহরায় দুরপাল্লার যানবাহন চলাচল করছে। গতকাল সোমবার জেলা ২০ দল আবারো ২য় দফায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হরতাল আহবান করেছে। জেলা পুলিশ বিভাগ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতাসহ সহ ৫১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু। সোমবার বগুড়ায় হরতাল চলাকালে মিছিল নিয়ে সদর থানা অতিক্রমকালে হিমুসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে সোমবার পর্যন্ত ১২ থানায় অভিযান চালিয়ে ৫১ জন এবং সোমবার সকাল সাড়ে ১০ টায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া সদর ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভূইয়া জানান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান হিমুর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নি সংযোগ ও নাশকতার ৩টি মামলা রয়েছে। থানার সামনে দিয়ে হরতালের সমর্থনে মিছিল অতিক্রমকালে মামলার এজাহারভুক্ত আসামী হিমুসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম। এ দিকে ভাংচুর ও নাশকতার চেষ্টার ঘটনায় বগুড়ার শেরপুর পৌর মেয়র স্বাধীন কুন্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর মিলনসহ শতাধিক নেতাকর্মীদের নামে পৃথক দুটি মামলা করেছে থানা পুলিশ। অবরোধের ৬ষ্ঠ দিন মহিপুর বাজারে চলন্ত ট্রাকে পেট্টোল বোমা নিক্ষেপ, অগ্নি সংযোগসহ গাড়ি ভাংচুর ঘটনায় রবিবার রাতে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ২টি পৃথক মামলায় দায়ের হয়। মামলা দু’টিতে শেরপুর শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর মিলন, শহর যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউনিন্সলর শাহাবুল করিম, উপজেলা জামায়াতে আমীর মাওঃ মানছুরুর রহমানসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী জানান, অবরোধ ও হরতালে নাশকতামুলক কাজে লিপ্ত থাকার অভিযোগ ২টি মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলার আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

(এএসবি/পি/জানুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test