E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হরতাল চলাকালে মহিলা জামায়াত সভানেত্রীসহ আটক ১১

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৮:৪১:১৩
বাগেরহাটে হরতাল চলাকালে মহিলা জামায়াত সভানেত্রীসহ আটক ১১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় জিহাদী বইসহ হরতাল চলাকালে আছিয়া বেগম (৪০) নামে এক মহিলা জামায়াত সভানেত্রীসহ ১১জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে রাজৈর গ্রাম থেকে মহিলা জামায়াতের সভানেত্রীকে ও রায়েন্ধা বাজারে ছাত্র শিবিরের অফিস থেকে অন্যদের আটক করা হয়েছে। উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী আছিয়া বেগম শরণখোলা উপজেলা জামাতের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল ইউসুবের স্ত্রী।

অপরদিলে পুলিশ সকালে হরতাল চলাকালে উপজেলা সদর রায়েন্দা বাজারে শের-এ বাংলা সড়কের ছাত্র শিবিরের অফিস থেকে শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট স্কুলের ধর্মীয় শিক্ষক বাগেরহাট সদরের খানপুর গ্রামের শেখ হাতেম আলীর ছেলে মাওলানা রফিকুল ইসলামসহ (২৭) ১০ ছাত্র শিবির নেতা-কর্মীকে আটক করেছে। আটক অন্যরা হলেন, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের আরব আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৪), মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের নেছার আলীর ছেলে রুহুল আমীন (২৩), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে ওয়াহিদুজ্জামান (২২), একই গ্রামের রব খলিফার ছেলে নাজমুল হাসান (২৬), বাদুড়তলা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আ. খালেক (২৫), বেতমোড় গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে আবুল কালাম (১৯), মঠবাড়িয়া সদরের আলী হোসেন আকনের ছেলে আল-আমীন (২৩), খুলনার বঠিয়াঘাটার ফেরদৌসের ছেলে রেজওয়ান (২২) ও শতখালী গ্রামের আকবর মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)।

শরণখোলা থানার ওসি কাজী মোঃ সালেক জানান, উপজেলা জামায়াতের সভানেত্রী আছিয়া বেগম হরতালের সময় জামায়াতের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী নাশকতা সৃষ্টির জন্য নারীদেরকে সংগঠিত করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০টি জিহাদী বই উদ্ধার ও তাকে আটক করা হয়। আটককৃরা সবাই জামায়াত- শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

(একে/পি/ফেব্রুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test