E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বিএমএ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৪:৩৭:০৯
সিরাজগঞ্জে বিএমএ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ  প্রতিনিধি : সারা দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। মানবন্ধনে জেলার চিকিৎসক ছাড়াও নার্স, মেডিক্যাল এ্যাসিটেন্ট, হাসপাতালে কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানবন্ধন চলাকালে বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি ডা: জহুরল হক রাজার সভাপেিতত্ব আলোচনায় বক্তব্য রাখেন, ডা: আব্দুর রাজ্জাক আলম, ডা: আকরামুজ্জান, তামান্না, জেলা আওয়ামীলীগের আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, ছাত্র নেতা জাকির হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশে যে হারে পেট্রোল বোমার সহিংসতা বেড়ে চলেছে। তারা আমরা সহ আমাদের পরিবার ও দেশের মানুষ সবাই আজ ভীত শংকিত। তাই এ নৈরাজ্যকে আর মেনে নেয়া যায় না। তাই দল মত নির্বিশেষে সকলকে এ সহিংসতার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
(এস/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)




পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test