E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন, আহত ২

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১২:১৪:১৬
দিনাজপুরে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন, আহত ২

দিনাজপুর প্রতিনিধি  : দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে পেট্রোল বোমায় একটি বিস্কুটবাহী কাভার্ডভ্যান জ্বালিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। এসময় কাভার্ড ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুস্কৃতিকারীদের বেদম প্রহারে চালকসহ দুজন আহত হয়েছে। রোববার ভোররাতে এই ঘটনা ঘটে।


কাভার্ডভ্যানে থাকা আহত সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি বিস্কুটবাহী একটি কাভার্ডভ্যান দিনাজপুর আসার পথে চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে পৌছলে দুটি গাছ কেটে বেড়িকেট দেয় দুস্কৃতিকারীরা। এসময় কাভার্ডভ্যানটি থামলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। কাভার্ডভ্যানের চালকসহ ৩ জন লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা আহত হয়। এরপর তাদের বেদম প্রহার করে দুস্কৃতিকারীরা। তাদের সামনেই দুস্কৃতিকারীরা পর পর ৪টি পেট্রোল বোমা মেরে কাভার্ডভ্যানটি জ্বালিয়ে দেয়। এতে কাভার্ডভ্যানসহ সম্পুর্ণ বিস্কৃট পুড়ে যায়। পরে দিনাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সিরাজুল ইসলাম জানান, ৮/১০ জনের এই হামলাকারীদের অধিকাংশই যুবক এবং তাদের মুখে দাড়ি ছিলো।
গুরুতর আহত কাভার্ডভ্যান চালক আব্দুর রহমান (২৫) কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত সিরাজুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। কার্ভার্ডভ্যান চালক আব্দুর রহমান চট্টগ্রামের জোরালগঞ্জ এলাকার মনসুর আহমেদের পুত্র এবং সিরাজুল ইসলাম (৪০), চট্টগ্রামের মীরের সরাই উপজেলার পুর্বফুলমোগরা গ্রামের মৃত সাহারউদ্দীন চৌধুরীর পুত্র।
এদিকে গতরাতে দিনাজপুর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দুস্কৃতিকারীরা পেট্রোল বোমা মেরে ব্যাটারী চালিত একটি অটোবাইক জ্বালিয়ে দেয়।
(এটি/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test