E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 দিনাজপুরে ইসলামী আন্দোলনের সাদা পতাকা নিয়ে মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ১৪:১৯:০৩
 দিনাজপুরে ইসলামী আন্দোলনের সাদা পতাকা নিয়ে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং সহিংসতা নিরসনে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে হাতে সাদা পতাকা নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য দেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, এর ভুক্তভোগী হচ্ছে সাধারন জনগন। অসহায় সাধারন মানুষ দেশে দুর্বিসহ জীবন-যাপন করছে। এই অবস্থা কাটিয়ে উঠার জন্য তারা প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনার আহ্বান জানান। তারা বলেন, দেশের ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হলে এই অস্থির অবস্থার সৃষ্টি হতো না। এ জন্য তারা দেশের ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সোহরাব হোসেন, প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাশেমী, সাধারন সম্পাদক মুফতি খাইরুজ্জামান, ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ।
শেষে দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
(এটি/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)


পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test