E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে গাছিদের নিয়ে কর্মশালা

২০১৫ ফেব্রুয়ারি ২৫ ১৭:৪১:৪৭
মান্দায় নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে গাছিদের নিয়ে কর্মশালা

নওগাঁ প্রতিনিধি : নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে খেজুর গাছের রস সংগ্রহকারী (গাছি), গাছ মালিক ও রস বিক্রেতাদের নিয়ে এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আয়োজন ও নওগাঁ সিভিল সার্জনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপি এ কর্মশালা বুধবার সমাপ্ত হয়। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারি পরিচালক ডা. এসএম সাদিকুল ইসলাম। 

অনুষ্ঠানের রিসোর্স পারসন ডা. এসএম সাদিকুল ইসলাম বলেন, এক শ্রেণির বাদুড়ের লালা বা মলমুত্র থেকে নিপা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয়ে থাকে। এজন্য বাদুড় স্পর্শিত কাঁচা খেজুরের রস ও গাছের নিচে পড়ে থাকা পাখিতে খাওয়া ফলমুল না খেতে পরামর্শ প্রদান করেন। তবে ফুটিয়ে রস, গুড় কিংবা পায়েস খেলে নিপা সংক্রমনের আদৌ কোনো সম্ভাবনা থাকে না বলে আশ্বস্ত করেন তিনি।

নওগাঁ সিভিল সার্জন ডা, একেএম মোজাহার হোসেন বুলবুল বলেন, ২০০৩ সালে জেলার নিয়ামতপুর উপজেলায় প্রথম নিপা ভাইরাসের সংক্রমন দেখা দেয়। ২০১৩ সালে জেলার বদলগাছি উপজেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়। এবছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মান্দা উপজেলার ভালাইন ও পরানপুর ইউনিয়নে এ ভাইরাসে সংক্রমিত হয়ে দুইশিশুসহ তিনজনের মৃত্যু হয়। এছাড়া মান্দা ও কুসুম্বা ইউনিয়নে আরো দুইশিশু আক্রান্ত হলে তাৎক্ষনিক চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে। এ কর্মশালায় উপজেলার সাত শতাধিক গাছিসহ গাছ মালিকরা অংশ নেয়।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test