E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ফ্রিল্যান্সার টু এনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচির লোগো উন্মোচন

২০১৪ মে ১১ ১৩:৪৪:৫৭
সিরাজগঞ্জে ফ্রিল্যান্সার টু এনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচির লোগো উন্মোচন

সিরাজগঞ্জ প্রতিনিধি : আইটি খাতে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে রবিবার দেশের ৬৪টি উপজেলায় এক যোগে ফ্রিল্যান্সার টু এনট্রাপ্রনর উন্নয়ন কর্মসূচির লোগো উন্মোচন ও উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তথ্য ও প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খানের সাথে ভিডিও কনফারন্সের মাধ্যমে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিকুল ইসলাম, সাংবাদিক হেলাল আহমেদ, ২০১৪ সালে বেসিস থেকে জেলার পুরস্কার প্রাপ্ত ফ্রিল্যান্সার হাসান জাহিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উধ্বর্তন কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, ফ্রিল্যান্সাররা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে সিরাজগঞ্জ জেলায় ১০০এর অধিক ফ্রিল্যান্সার টু এনট্রাপ্রনর তৈরীর আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

(এসএস/জেএ/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test