E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে চুরির অভিযোগে  তরুণকে গণপিটুনি

২০১৫ এপ্রিল ০৪ ১৬:১৭:৫০
রাজধানীতে চুরির অভিযোগে  তরুণকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার : রাজধানীর বঙ্গবাজারে এক পাইকারি কাপড় ব্যবসায়ীর কাপড়ের বান্ডিল নিয়ে পালানোর সময় জীবন (১৭) নামে এক তরুণকে গণপিটুনি দিয়েছে জনগণ। এ ঘটনায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার পর বঙ্গবাজারের আদর্শ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আদর্শ মার্কেটের মালবাহী শ্রমিক রহিম বাদশা জানান, ময়মনসিংহের এক পাইকারি কাপড় ব্যবসায়ীর দুটি কাপড়ের বান্ডিল ভ্যানে তুলছিলাম আমি। একটি বান্ডিল ভ্যানে রেখে অপরটি আনতে গেলে জীবনসহ আরও কয়েকজন ঐ কাপড়ের বান্ডিলটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ ধাওয়া করে জীবনকে গণপিটুনি দিলেও বাকীরা বান্ডিলটি নিয়ে পালিয়ে যায়।

আহত জীবনকে চিকি‍ৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা রহিম বাদশা জানান, চুরি যাওয়া কাপড়ের বান্ডিলটির আনুমানিক মুল্য পঞ্চাশ হাজার টাকা। মাল উদ্ধার করতে না পারলে ব্যবসায়ী আমাকে ছাড়বে না তাই ওকে পাহারা দিচ্ছি।

গণপিটুনিতে আহত জীবন জানান, তিনি সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকায় বসবাস করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি চুরির অভিযোগ পেয়েছি।

(ওএস/পিবি/ এপ্রিল ৪, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test