E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের অবৈধ বালু উত্তোলন বন্ধ

২০১৫ এপ্রিল ০৫ ১৪:৪৫:১৪
টাঙ্গাইলের অবৈধ বালু উত্তোলন বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা তীরবর্তী আলীপুর, বেলটিয়া ও চরসিংগুলি অবৈধ বালু মহল দীর্ঘ আলোচনা সমালোচনার পর বন্ধ হয়ে গেছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র, দীর্ঘদিন যাবত আইনের তোয়াক্কা না করে ধলেশ্বরী নদীর উপর বাঁধ দিয়ে ওই বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুর সেতুর ৪ থেকে ৫শ গজ দক্ষিণে সেতু কর্তৃপক্ষ ও সরকারের অন্যান্য কর্তা ব্যক্তিদের চোখে ধুলো দিয়ে এই চক্রটি অবৈধ পন্থায় প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ওই বালু ব্যবসায়ীরা এলাকায় খুবই প্রবাভশালী বিধায় ভুক্তভোগী নিরীহ জনসাধারণ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। এছাড়া বালু ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্ত বিস্তারে কয়েক দফা গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি ঢাকার কয়েকটি জাতীয় ও টাঙ্গাইলের স্থানীয় পত্রিকায় এবিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে কর্র্তৃপক্ষের টনক নড়ে। গত বৃহস্পতিবার কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস ওই বালু মহালে অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীর উপর নির্মিত বাঁধ ভেঙ্গে দিয়ে বালু মহালটি বন্ধ করে দেন। এসময় পেছন দিক থেকে স্বার্থান্বেষী ওই মহলটি দুটি বেকু ও দুটি ড্রেজার মেশিনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বালু ব্যবসায়ী আব্দুল হাই আকন্দ (ছোট) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত বৈধ ভাবে বালু মহালটি পরিচালনা করে আসছি। বৃস্পতিবার ইউএনও’র নির্দেশে ড্রেজার ও বেকুতে আগুন লাগানো হয়েছে। অপরদিকে, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের নিকট মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অবৈধ বালু মহালের বিষয়টি আমার কর্ণগোচর হলে আমি ওই বালু মহালে অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীতে নির্মিত বাঁধ ভেঙ্গে দিয়ে বালু মহালটি বন্ধ করে দিয়ে ফেরার পথে পেছনে ড্রেজার ও বেকুতে আগুন দেখতে পাই। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ২০/২৫ জন অর্ধ বয়স্ক লোক জানান, বালু ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লাগায় তারা নিজেরাই কৌশলে ড্রেজার ও বেকুতে আগুন লাগিয়ে প্রশাসনকে দোষারোপ করছে। তারা আরো জানান, বালু মহালের অবৈধ উপার্জনের ফলে এলাকায় দিন দিন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা এলাকার নিরীহ জনগণ বিধায় তাদের ওই সব অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। উপজেলা নির্বাহী অফিসারের বালু মহাল বন্ধের ফলে স্থানীয় জনসাধারণ স্বস্তি ফিরে পেয়েছে।

(আরকেপি/পিবি/এপ্রিল ০৫,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test