E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

২০১৫ এপ্রিল ১৫ ১৩:৫৯:৩৩
আগৈলঝাড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন

বরিশাল প্রতিনিধি : ‘নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উচ্ছল নির্মল জীবনে নব আনন্দে জাগো’-এই শ্লোগানকে সামনে রেখে বাঙালীর ঐতিহ্য ধারণ করে বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাঙালীর খাবার পান্তা-ইলিশ খেয়ে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুরাতন বছরের গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংঙালী জাতির ঐতিহ্যকে লালন করে বিভিন্ন আল্পনায় ডালা-কুলা সাজিয়ে, একতারা হাতে বাউল, বাঁশি হাতে বাশুরী, হুক্কা হাতে কৃষক, বর-কণে সেজে শোভাযাত্রার শোভাবর্ধণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ওসি মো. নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রমূখ। বিকেলে উপজেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈশাখী গান, বাউল গানসহ বাঙালীর বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। বিকেলে নববর্ষ উপলক্ষে উপজেলা চত্তরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়।

(টিবি/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test