E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে আধিপত্য বিস্তারে ককটেল বিস্ফোরণ,অাটক ১

২০১৫ এপ্রিল ১৮ ১৭:২৬:০৯
গৌরনদীতে আধিপত্য বিস্তারে ককটেল বিস্ফোরণ,অাটক ১

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমানের সাথে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা মাহিলাড়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে  ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পর পর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় ককটেলের বিস্ফোরনে বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এসময় মহাসড়কে টহল পুলিশ ধাওয়া করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোকন মন্ডলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার পুলিশ বাদি হয়ে গৌরনদী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ বিস্ফরিত ককটেলের আলামত জব্দ করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, পৌর মেয়র হারিছুর রহমানের সাথে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় পৌর মেয়র হারিছুর রহমান একটি সভা করার জন্য বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে যান। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য পিকলুর ৪ থেকে ৫ জন সমর্থক রাত আটটা পাঁচ মিনিটের সময় মাহিলাড়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পর পর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মহাসড়কে টহলরত গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে পিকলুর সমর্থক খোকন মন্ডলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ধৃত খোকনের বাড়ি মাহিলাড়া গ্রামে। সে ওই গ্রামের রনজিত মন্ডলের পুত্র। এ ঘটনায় এসআই মতিয়ার রহমান বাদী হয়ে খোকনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত চার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেন বলেন, ধৃত খোকন মন্ডলকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test