E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলছাত্রী লিজা এখন হোসেন সরদার

২০১৫ এপ্রিল ২৭ ১৬:৪৫:২৫
স্কুলছাত্রী লিজা এখন হোসেন সরদার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হরমোন পরিবর্তন হয়ে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে।

আদালতের মাধ্যমে নাম সংশোধন (এভিডেভিট) করার জন্য বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দারস্থ হয়েছেন ওই কিশোরীর অভিভাবকেরা। রোববার আদালত নাম পরিবর্তনের অনুমতি দিয়েছেন। ঘটনাটি নিয়ে আদালত পাড়ায়ও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আদালতের নাজির সুমন হোসেন নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে আবেদনের বরাত দিয়ে জানান, লিজা আক্তার (১৪) উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়। তার রোল নম্বর নং ১৬৮৯। এরপর পিঙ্গলকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে সে ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৪ পেয়ে উত্তীর্ণ হয়। যার রোল নং ১৪৩৪৮১। তার দুই পরীক্ষাসহ সব পরীক্ষার সনদপত্রে লিজা আক্তার নামটি ঠিকই ছিলো। উত্তর পিঙ্গলাকাঠী গ্রামের প্রবাসী আব্দুল রাজ্জাক সরদার জানান, গত ২২ এপ্রিল সকালে তার মেয়ে লিজা টয়লেট থেকে বের হওয়ার পর তার (লিজার) লম্বা চুল ছোট ও টি-শার্ট প্যান্ট পরিধানে দেখে তারা বিস্মিত হয়ে পরেন।

তাৎক্ষনিক তারা টয়লেটে প্রবেশ করে কাটা চুল ফ্লোরে পরে থাকতে দেখে। মেয়ের কাছে তারা ঘটনা জানতে চাইলে লিজা ছেলে হয়ে গেছে বলে তাদের কাছে প্রকাশ করে। পরে ক্লিনিকে এনে পরীক্ষা করে তারা জানতে পারেন, হরমোন পরিবর্তনের ফলে লিজা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে।

পরবর্তীতে রবিবার দুপুরে লিজার নাম পরিবর্তন করে নতুন নাম হোসেন সরদার রাখার জন্য তারা বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতের দারস্থ হন। অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতের বিচারক তরুণ বাছাড় ওই কিশোরীর নাম পরিবর্তনের আদেশ দিয়েছেন। ফলে স্কুল ছাত্রী কিশোরী লিজা আক্তার এখন হোসেন সরদার।

(টিবি/এএস/এপ্রিল ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test