E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের সাথে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে

২০১৫ এপ্রিল ২৮ ১৩:৩৯:০৫
বরিশালের সাথে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):রেল যোগাযোগের আওতায় আসছে বরিশাল। ২৬ এপ্রিল রোববার বিকেলে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ডিজাইনসহ প্রস্তাবিত এ রুটে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এবং বরিশাল থেকে পায়রা নদী বন্দর পর্যন্ত রেল লাইন নির্মান করা হচ্ছে। খুব শিঘ্রই শুরু হবে রেলপথ নির্মাণের কাজ। এর মাধ্যমে পূরণ হবে বরিশালসহ দক্ষিনাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। স্বাধীনতা পূর্ববর্তি সময় থেকে এ অঞ্চলের লোকজনের দাবি, ঢাকার সাথে বরিশালকে রেল যোগাযোগের আওতাভুক্ত করা। স্বঅধীনতা পরবর্তি বিভিন্ন সরকারের সময়ে বরিশালের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত রেলপথ নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এ লাইনটির দৈর্ঘ্য প্রায় ১শ কিলো মিটার। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রেলওয়ের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম। রেল ওয়ের মহা পরিকল্পনাতেও এ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিক অর্থায়নের ভিত্তিতে চায়নার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করার কথা রয়েছে। সমঝোতা স্মারকের মেয়াদ ধরা হয়েছে এক বছর।

ফরিদুপরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ করা হলে পায়রা সমদ্র বন্দর ও কুয়াকাটা রেল যোগাযোগের আওতায় আসবে। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌ ও সড়কপথ। সম্প্রতি নতুন করে চারু হয়েছে আকাশ পথ।
নদী বিধৌত দক্ষিনাঞ্চলবাসীর সাথে দেশের কোথাও রেল যোগাযোগ সুবিধা নেই। অথচ একসময় এখানে রেলওয়ে জংশন ছিল। শহীদ আ. রব সেরনিয়াবাতে মন্ত্রত্ব কারীন সময়ে জমিও অধিগ্রহণ করা হয়। কিন্তু ’৭৫ এর ১৫ আগষ্ট তিনি শহীদ হলে বাস্তবায়নের ফাইলটি দীর্ঘ চার দশক ধরে ঘুরপাক খেয়েছে দপ্তর থেকে দপ্তরে।


(টিবি/এসসি/এপ্রিল২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test