E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ন্যায্যমজুরী থেকে বঞ্চিত আগৈলঝাড়ার নারী শ্রমিকরা

২০১৫ এপ্রিল ৩০ ১৪:০৫:০২
ন্যায্যমজুরী থেকে বঞ্চিত আগৈলঝাড়ার নারী শ্রমিকরা

বরিশাল প্রতিনিধি : আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। দৈনিক আট ঘন্টা শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরী জন্য প্রাণ দিতে হয়েছিল হাজারো শ্রমিককে। ঘটনার এত বছর পরেও কি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী পাচ্ছে। হর হামেশাই মজুরী বৈষম্যের শিকার হচ্ছে  দেশের অন্যান্য স্থানের মত বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রমিকেরা। বিশেষত নারী শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার নারী শ্রমিকরা ঘরের কাজের গন্ডি থেকে বেরিয়ে হাতে হাতুড়ি, মাথায় ঝুঁড়ি, কাঁখে কলসী নিয়ে অভাব অনটন ক্ষুধা আর দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল-সন্ধ্যা কাজ করে চলেছেন।

ইট-পাথর ভাঙ্গা, মাটি কাটা, সিমেন্ট বালু মিশ্রন, রাস্তাঘাট নির্মাণ ও চা-মিষ্টির দোকানে পানি টানার মতন কঠিন পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারী শ্রমিকরা। বিধবা মায়া রানী জানান, বাজারে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে পানি টানার কাজ করে ৩৫-৪৫ টাকা পাই। প্রতি কলস পানিতে ২ টাকা মজুরী দেয়া হয়। জীবন বাঁচানোর তাগিদে এবং বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য পানি টানার কাজ করছি। ইট-পাথর ভাঙ্গা মহিলা শ্রমিকরা জানান, ইট-পাথর ভেঙ্গে গড়ে ৯০-১০০ টাকার কাজ করেন। এই স্বল্প আয়ে বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা সম্ভব হয়না। স্থানীয় একাধিক এনজিও’তে কর্মরত মহিলা শ্রমিকরা জানান, তারা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে ৭০-৮০ টাকার বেশি রোজগার করতে পারেননা। দ্রব্যমূল বৃদ্ধির কারণে তাদের পারিশ্রমিকও বাড়ানো দরকার বলে মনে করেন নারী শ্রমিকরা। বিশেষ করে মে দিবসেও নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হওয়ায় তারা এব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করছেন।
(টিবি/পিবি/ এপ্রিল ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test