E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে র‌্যাব পরিচয়ে সরকারি কর্মচারীকে অপহরণ

২০১৫ মে ০২ ১৯:৪২:০৫
বরিশালে র‌্যাব পরিচয়ে সরকারি কর্মচারীকে অপহরণ
 
 
 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : র‌্যাব পরিচয়ে শুক্রবার রাতে আবুল কালাম আজাদ (৩৮) নামের এক সরকারি কর্মচারীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে অপহৃতর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকের চর গ্রামে। অপহৃত আবুল কালাম আজাদ বাবুগঞ্জ উপজেলা শিশু একাডেমীর অফিস সহকারী ও ঘটকের চর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

 

অপহৃতের বড়ভাই আলমগীর হোসেন আলো জানান, শুক্রবার সকালে উপজেলার খানপুরায় যাওয়ার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে বাবুগঞ্জ-মোহনগঞ্জ সড়কের কলেজ গেট এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় আজাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সশস্ত্র অপহরণকারীরা র‌্যাব পরিচয় দিয়ে আজাদকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে আজাদের পরিবারের পক্ষ থেকে বরিশাল র‌্যাব-৮ সহ বিভিন্ন থানায় যোগাযোগ করেও তার তার (আজাদের) সন্ধান পাননি।

অপহৃতের ছোটভাই ফারুক হোসেন অভিযোগ করেন, তার চাচাতো বোন ঢাকার বাসিন্দা আফরোজা সুলতানার সাথে তাদের পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। সেক্ষেত্রে তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন, ওই দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে র‌্যাব পরিচয়ে অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শী মুজাম্মেল হোসেন জানান, র‌্যাব পরিচয় দেয়া যুবকদের ব্যবহৃত মাইক্রোবাসটি সাদা রঙ্গের কালো গ্লাস ছিলো।

এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ এর পরিচালক লে. কর্নেল ফরিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে র‌্যাব আবুল কালাম আজাদ নামের কোন ব্যক্তিকে আটক করেনি। বাবুগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, এ ঘটনায় আবুল কালাম আজাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃতকে উদ্ধারের জন্য তাৎক্ষনিক দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

(টিবি/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test