E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক ২

২০১৫ মে ১৬ ১৫:৩৪:০১
বড়লেখায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক ২

বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের উত্তর হাটবন্দের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালিকের বাড়িতে শুক্রবার(১৫মে) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা, মোবাইল ফোনসেট, স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এদিকে, শুক্রবার রাতে সৌর বিদ্যুতের দুই ব্যাটারী চোর উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চন্ডিনগর গ্রামের তুতা মিয়ার ছেলে বাবুল আহমদ (৩৫) ও আব্দুল জলিলের ছেলে আলাল আহমদ (৩০) কে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আড়াইটার দিকে বড়লেখা পৌর শহরের উত্তর হাটবন্দের সাবেক স্কুল শিক্ষক আব্দুল খালিকের বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের লোকজনকে একটি কক্ষে বেঁধে রেখে নগদ ৭০ হাজার টাকা, ২টি মোবাইল ফোনসেট, ১ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, শুক্রবার রাতে সৌর বিদ্যুতের দুই ব্যাটারী চোরকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বালিশ কোনা গ্রামে আব্দুল আজিজ পাখির বাড়িতে শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চন্ডিনগর গ্রামের তুতা মিয়ার ছেলে বাবুল আহমদ (৩৫) ও আব্দুল জলিলের ছেলে আলাল আহমদ (৩০) সৌর বিদ্যুতের ব্যাটারী চুরি করতে যায়। এসময় সময় বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে ধাওয়া করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আশংকাজনক অবস্থায় পুলিশ হেফাজতে ওই রাতে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(এলএস/পিবি/মে ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test