E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬০

২০১৫ মে ১৭ ১৯:০২:৩৮
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬০

মাগুরা প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর অদূরে ভেল্লাকান্দি এলাকায় আজ রবিবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩২ জনকে মাগুরা সদর হাসাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রশীদ ও আহত বাস যাত্রীরা জানান, বিকেল ৪ টার দিকে কামারখালী ব্রিজের কাছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নূপুর পরিবহনের সাথে বিপরীতমুখি চুয়াডাঙ্গা ডিলাক্স-মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৩২ জনকে মাগুরা সদর হাসপাতালে ও অন্যদের মধুখালী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, মাগুরা সদর হাসপাতালে ভর্তি আহতদে মধ্যে বিকেল সোয়া ৫ টার দিকে মিজানুর রহমান রবি (৫০) ও মিলন (৩০) নামে এক জনের মুত্যু হয়। নিহত রবি চুয়াডাঙ্গা ডিলাক্সের ড্রাইভার। অপর নিহত মিলনের বাড়ি মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর গ্রামে।

অপর দিকে বিকেল সাড়ে ৪ টার দিকে মাগুরা যশোর সড়কের শালিখা উপজেলার শতখালী এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। মাগুরা থেকে যশোরগামী যাত্রীবাহী বাসটি শতখালী এলাকায় পৌছে সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১০ বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার নির্মল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ডিসি/এএস/মে ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test