E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারী বর্ষণে ভেঙ্গে পড়ল বিকল্প সেতু

কুলাউড়া-বড়লেখা সড়ক যোগাযোগ বন্ধ

২০১৫ জুন ১০ ২১:৪২:২৭
কুলাউড়া-বড়লেখা সড়ক যোগাযোগ বন্ধ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে বুধবার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহা সড়কের হাতলিঘাট নামক স্থানের নির্মাণাধীন ব্রিজের বিকল্প সেতু ভেঙ্গে গেছে।

স্রোতের তোড়ে বেইলি ব্রিজের কাঠের খুটি ভেসে যাওয়ায় দুপুর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে উভয় পাশে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও ওসি তদন্ত মোহাম্মদ আকবর হোসেনের নেতৃত্বে পুলিশ যানবাহনের জ্যাম নিরসনে দায়িত্ব পালন করে।

ওসি মনিরুজ্জামান জানান, সড়ক ও জনপথ বিভাগে খবর দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বিকল্প সেতু মেরামত করা হবে।

(এলএস/পিএস/জুন ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test