E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে সীল দেয়া ৯শ জাল ব্যালটসহ আটক ১

২০১৪ মে ১৯ ১৩:৩৭:০৮
সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে সীল দেয়া ৯শ জাল ব্যালটসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট প্রদান ও প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সরকার দলীয় ৩ প্রার্থীর প্রতীকে সীল দেয়া ৯শ জাল ব্যালটসহ জাল ভোট দেয়ার সময় হাতে নাতে এক কিশোরকে আটক করেছে সহকারি রিটার্নিং অফিসার। ঘটনার পর ঐ কেন্দ্রে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।

কামারখন্দ উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার ইশরাত ফারজানা জানান, বেলা ১১ টার দিকে জাল ভোট প্রদানের খবর পেয়ে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান এবং হাতে নাতে ফয়সাল আহম্মেদ নাইম নামের এক কিশোরকে আটক ও ৯শ জাল ব্যালট উদ্ধার করে। ঘটনার পর ১ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে উক্ত কেন্দ্রের ২১শ ৬৪ ভোটের মধ্যে জাল ৯শ ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণ শুরু করা হয়। এছাড়াও উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় সমর্থক প্রার্থীদের পক্ষে জাল ভোট প্রদান এবং প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
(এসএস/এএস/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test