E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

২০১৫ জুন ৩০ ১৫:২৩:৪৬
 বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন হোসেনকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপাশা বাসস্টান্ডে এসে শেষ হয়।

এ সময় কালনা-নড়াইল সড়কের লক্ষ্মীপাশা বাসস্টান্ডে ৪৫ মিনিট অবরোধ করে রাখে। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি জোসেফ, সাধারণ সম্পাদক এম এম রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মুন্সি জাকারিয়া হোসেন হামিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সম্রাট হোসেন প্রমুখ।

বক্তারা কালিয়া উপজেলার ইউএনও’র বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, পরীক্ষা চলাকালীন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলসহ কয়েকজন নেতাকর্মী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা কালিয়া ইউএনও শাহীন হোসেন তাদের বাধা দেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা পাল্টা অভিযোগ করে বলেন, ইউএনও তাদের পরিচয় পেয়ে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করেন।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়ায় তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আমি হতবাক হয়েছি। প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক পদে শনিবার দুপুর ২টা থেকে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

(আরএম/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test