E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় স্বামী-স্ত্রী আটক

২০১৫ জুলাই ১৪ ১৭:২২:৪৯
পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় স্বামী-স্ত্রী আটক

পাবনা থেকে প্রবীর সাহা: পাবনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শহরের খেয়াঘাট পাড়ার বাসা থেকে নির্যাতিত গৃহকর্মী তাসলিমা খাতুনকে উদ্ধার ও তাদের আটক করা হয়। আটকরা কলেজ শিক্ষক ইমাম হোসেন ও তার স্ত্রী কামরুন্নাহার মৌসুমি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, সরকারি শহীদ বুলবুল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইমাম হোসেন ২০১০ সালে খেয়াঘাট পাড়ার সুব্রত চক্রবর্তী বাবনের বাড়ির ৩য় তলায় ভাড়া নেন ।

চলতি বছরের মে মাসে তার শ্বশুর বাড়ির এলাকা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হরতকীরটেক গ্রামের মৃত দুলাল হোসেন সরলের মেয়ে তাসলিমাকে বাড়ির কাজের জন্যে নিয়ে আসে। ওই গৃহকর্মীকে বাড়িতে আনার পর থেকেই তার স্ত্রী মৌসুমী অমানুষিক নির্যাতন চালাতে থাকে। গৃহকর্মী তাসলিমা নির্যাতন সইতে না পেরে গত ১১ জুলাই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে অর্ধমৃত অবস্থায় ওই মহল্লার একটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং কিছু খাওয়ার ব্যবস্থা করে। পরে মেয়েটি তার উপর নির্যাতনের বর্ণনা দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মীকে উদ্ধার করে এবং স্বামী-স্ত্রীকে আটক করে।

নির্যাতনের শিকার তাসলিমা বলেন, গত ৩ দিন ধরে আমি কিছুই খাই নাই। এই বাড়িতে আমাকে আনার পর থেকেই মৌসুমী ম্যাডাম আমাকে ব্যাপক মারপিট করে। বটি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় মেয়েটি তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখায় উপস্থিত সংবাদকর্মী ও পুলিশ সদস্যদের।

তবে কামরুন্নাহার মৌসুমী অভিযোগ অস্বীকার করে বলেন, কথামতো কাজ না করলে সামান্য ধমক দিতাম, কিন্তু এভাবে আমি নির্যাতন করিনি। আর এখন তাসলিমা যদি অভিযোগ করে থাকে আমি-ই তাকে নির্যাতন করেছি, তাহলে আমার আর কিছুই বলার নেই। এ ব্যাপারে কলেজ শিক্ষক বিষয়টি জানেন না বলে জানান।


(পিডি/এসসি/জুলাই১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test