E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোর বোর্ডে ইংরেজিতে বিপর্যয়: পাশের হার ৪৬.৪৫

২০১৫ আগস্ট ০৯ ১৭:১১:১৩
যশোর বোর্ডে ইংরেজিতে বিপর্যয়: পাশের হার ৪৬.৪৫

যশোর প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৪৬ দশমিক ৪৫। এবার ফলাফলে বিপর্যয় ঘটেছে ইংরেজিতে। বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করায় এ বিপর্যয় ঘটেছে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছর পাশের হার ছিল ৬০ দশমিক ৫৮। এবার পাশের হার কমেছে ১৪ দশমিক ৯ শতাংশ।

চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯২৭ জন। গত বছর পেয়েছিল চার হাজার ২৩১ জন। গতবারের তুলনায় এবার কমেছে দুই হাজার ৩০৪জন।

চলতি বছর এই বোর্ডের অধীনে এক লাখ ১৬ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬১ হাজার ৩৮১ ছাত্র এবং ৫৫ হাজার ৫২৪ ছাত্রী। ২১২টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলার ৫৫৮টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২২ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৫৩৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮ হাজার ৩৪৫ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ১৩১জন।

যশোর শিক্ষা বোডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র রবিবার প্রেসক্লাব যশোরের কনফারেন্স ফলাফল ঘোষনার সময় জানান, বেশিরভাগ শিক্ষার্থী এবার ইংরেজিতে ফেল করেছে। ফল বিপর্যয়ের এটি অন্যতম কারণ।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test