E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যু

২০১৫ আগস্ট ২৫ ১৩:১১:৩২
বরিশালে চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: সেই বির্তকিত চিকিৎসক ডা. হারুন-অর রশিদের অবহেলায় সোমবার সকালে রহিমা বেগম (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চার সন্তানের জননী রহিমা ভোলার দৌলতখান উপজেলা সদরের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।

মৃত রহিমার স্বজন রিপন মিয়া জানান, শারিরীক সমস্যার কারণে রহিমা বেগমকে রবিবার দুপুরে শেবাচিমের নাক-কান গলা, মাথা বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন ডা. হারুন-অর রশিদের কাছে নেয়া হয়। তিনি রোগীকে তার চেম্বারে নিয়ে যেতে বলেন। সোমবার সকালে নগরীর পুলিশ লাইন্সের সামনের তার বাসার নীচের চেম্বারে যাওয়ার পর রহিমা বেগমের ছোট্ট একটি অস্ত্রপাচারের কথা বলেন ওই চিকিৎসক।

অস্ত্রপাচারের পর পরই রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্ট দেয়ার জন্য নগরীর বগুরা রোডের সাফায়েত নামের একটি ক্লিনিকে নেয়ার পর সকাল সাড়ে দশটার দিকে রহিমা বেগমের মৃত্যু হয়। এসময় মৃত রোগীর স্বজনেরা ডা. হারুন-অর রশিদকে আটক করলে ক্লিনিক কর্তৃপক্ষর হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে ওই চিকিৎসক পালিয়ে যায়।

এরপূর্বেও ওই চিকিৎসকের অবহেলায় আরো এক গৃহবধূ মারা যাওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ডা. হারুন-অর রশিদের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

(টিবি/এলপিবি/আগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test