E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৭:৫০:৫১
কালকিনিতে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ১৭৯নং দক্ষিণ জুরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে খোলা আকাশের নিচে চলছে ১৪০ জন শিক্ষার্থীর পাঠদান।

তাছাড়া স্কুলটির সামনে ডোবা থাকায় বাধ্য হয়ে স্কুল ভবন সংলগ্ন জায়গায় ক্লাস করানো হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে শিক্ষার্থীদের উপরই পরার আশংঙ্কা রয়েছে বলে শিক্ষকরা জানিয়েছে।

স্কুলের শিক্ষার্থী মারুফা, রাখি, রিয়াদ, লিজা, শান্তা, লামিয়াসহ ২০/২৫ জন ছাত্র/ছাত্রী অভিযোগ করে বলে, স্কুল ভবন ঝুকিপূর্ণ থাকায় আমাদের অনেক কষ্ট করে পড়া লেখা করতে হচ্ছে। কিন্তু নতুন ভবন বানাতে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। আশে পাশে কোন স্কুল না থাকায় আমরা নিরুপায় হয়ে এই স্কুলে পড়ছি। তবে সবসময় স্কুল ভেঙে পড়ার কথা চিন্তা করে মনের মধ্যে ভয় থাকে।

স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সিকদার আক্ষেপ করে বলেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয় তখন আমরা ছাত্র/ছাত্রীদের নিয়ে পাশের বাড়িগুলোর ঘরে গিয়ে আশ্রয় নেই। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আমাদের পাঠদানে অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে।’

এ ব্যাপারে কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ঝুঁকিপূর্ণ স্কুল ভবনগুলোকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করছি। আর বিশেষ করে ১৭৯নং দক্ষিণ জুরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনটি বিষয়ে মাসিক সমন্বয় মিটিংয়ে উত্থাপন করবো। আশা করছি দ্রুত ব্যবস্থা নেয়া যাবে।’

(এএসএ/এনএস/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test