E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, থানায় মামলা

২০১৫ অক্টোবর ০৩ ১৭:১১:০৪
বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, থানায় মামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সোনালী ব্যাংক প্রধান শাখার সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাত করায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বাগেরহাট সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। বর্তমানে সোনালী ব্যাংক কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান পলাতক রয়েছেন।

বাগেরহাট সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক ও মামলার বাদী খান বাবলুর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সোনালী ব্যাংক প্রধান শাখার আভ্যন্তরীন অডিট চলাকালে সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান অডি লোনের ডকুমেন্ট দেখাতে অপারগতা প্রকাশ করে এক আত্মিয় মারা যাওয়ার মিথ্যা কথা বলে মাহাফুজুর রহমান ব্যাংক থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বাগেরহাট সোনালী ব্যাংক সন্দেহ সৃষ্টি হলে খুলনা ও বাগেরহাটের জোনাল ও রিজিওনাল অফিস থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানের অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমান মিললে বিশেষ নিরিক্ষ টিম গঠন করা হয়। ওই টিমের নিরিক্ষা কালে প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযাই এই মামলা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানান, সোনালী বাংক বাগেরহাট শাখার সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান ২০১২ সালের ২ আগস্ট থেকে চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত গ্রহকের ১১০টি হিসাবের (ব্যাংক অ্যাকাউন্ট) মাধ্যমে গ্রাহকের স্বাক্ষর জালিয়াতি ও শাখা ব্যবস্থাপকের অনুমতি না নিয়ে তার পাসওয়ার্ড ব্যবহার করে ভূয়া ওডি ঋণ সৃষ্টি করে ওই অর্থ আত্মসাত করেন।

একই সাথে ওডি ঋণ হিসেবের ঋণ সীমা বৃদ্ধি, চেক ইস্যু, চেক ব্যাংকে উপাস্থাপন, চেক ডেবিটও নিজে পাশ করাসহ কিছু-কিছু ক্ষেত্রে শাখা ব্যবস্থাপককে দিয়ে পাশ করিয়ে টাকা আতœসাত করেন। এবিষয়ে ব্যাংকের খুলনা অফিসের অডিট টিমের নিরিক্ষা কালে এই জালিয়াতির তথ্য ফাঁস হওয়ার পর এক মাস থেকে পলাতক আছেন ওই কর্মকর্তা। সোনালী ব্যাংকের আভ্যান্তরিন তদন্ত চলাকালে সিনিয়র অফিসার মাহাফুজুর রহমানের মা মর্জিনা বেগম ব্যাংক থেকে আত্মসাতকৃত ৩৫ লাখ টাকা ইতিমধ্যে ফেরত দিয়েছেন।

মামলার আসামী শেখ মাহফুজুর রহমানের মা মর্জিনা বেগমও এই বিপুল পরিমান অর্থ আত্মসাতের সাথে জড়িত থাকতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযাই শাখা ব্যাবস্থাপক শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানায় এই মামলা দায়ের করেছেন। ওসি আরও জানান, মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে।

মামলার আসামী সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান আত্মগোপনে থেকে জানান, তিনি একা এই অপকর্মটি করেননি। এরসাথে ওই ব্যাংকের এক সিবিএ নেতা ও শাখা ব্যবস্থাপকসহ কয়েক জন মিলে এই বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার মৃত শেখ আনিছুর রহমানের ছেলে শেখ মাহফুজুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে ২০১২ সালে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় চাকুরী পেয়ে বাগেরহাট সোনালী ব্যাংক প্রধান শাখার সিনিয়র অফিসার হিসেবে যোগ দেয়। তার বাড়ী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট গ্রামে। তবে, থাকতেন বাগেরহাট শহরের সরুই এলাকায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পাশে ভাড়া বাড়িতে। চলতেন রাজকীয় হালে।

(একে/এএস/অক্টোবর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test