E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২০১৫ অক্টোবর ১৬ ১৫:২৫:৩৫
রুমায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ী সন্ত্রাসীদের আস্তানা থেকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ১টি অত্যধুনিক রাইফেল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২২২ রাউন্ড গুলি, রাইফেলের ১টি বায়নেটসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে।

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী জানান, পাহাড়ে সন্ত্রাস দমনে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ শুক্রবার ভোর রাতে রুমার সীমান্তবর্তী সন্ত্রাসীদের একটি পরিত্যাক্ত আস্তানায় অভিযান চালায়। ২ পর্যটকসহ স্থানীয় গাইড অপহরণের বিষয়ে তিনি বলেন, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যহত আছে। তবে উদ্ধার করা গোলাবারুদ এই অভিযানের অংশ নয়। এটি সন্ত্রাস দমন অভিযানেরই একটি অংশ। অপহৃত পর্যটকদের উদ্ধার অভিযানের পাশাপাশি পাহাড়ে সন্ত্রাস দমন অভিযানও অব্যহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সেনাসূত্র জানায়, আজ ভোরের অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ১টি অত্যাধুনিক রাইফেল, ১টি হ্যান্ড গ্রেনেড, ১টি রাইফেলের বায়নেট, ১টি ওয়াকিটকি, ৭টি ম্যাকজিন, ২২২ রাইন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

(এএফবি/এএস/অক্টোবর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test