E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় পূর্ব শক্রতার জেরে বনমালীকে খুন করে অমিত

২০১৫ নভেম্বর ০২ ১৮:৪৭:১১
বড়লেখায় পূর্ব শক্রতার জেরে বনমালীকে খুন করে অমিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানের শ্রমিক বনমালী ব্যানার্জী’র (৩৬) হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম-অমিত ব্যানার্জী (২০)।

সে বাগানের পুড়াটিলা এলাকার মধু ব্যানার্জীর ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তালুকদার মামলার ৫ দিনের মাথায় রবিবার বিকেলে অমিত ব্যানার্জীকে বাগান এলাকা থেকে গ্রেফতার করেন।

এর আগে বনমালী হত্যার ঘটনাস্থল থেকে দু’শ গজ দুরে ছড়ার পাশ থেকে একটি রক্তমাখা জিন্সের প্যান্ট উদ্ধার করা হয়। রক্তমাখা জিন্সের প্যান্টের সুত্র ধরে অমিত ব্যানার্জীকে সনাক্ত করেন তদন্ত কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামানের আদালতে আসামী অমিত বনমালী ব্যানার্জী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালতে বনমালী হত্যা ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দিতে অমিত তিন বছর পূর্বে বড় ভাইকে বান (জাদু) মেরে হত্যার সন্দেহে বনমালী ব্যানার্জীকে খুন করেছে বলে জানায়।

থানা পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পাথারিয়া চা বাগানের নিয়মিত শ্রমিক বনমালী ব্যানার্জী (৩৬) গত সোমবার রাত সাড়ে আটটায় বাগান থেকে গরু আনতে গিয়ে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাঁকে পায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পাথারিয়া চা বাগানের প্রশাসনিক অফিসের দেড়’শ গজ উত্তরে চৌকিদার বিপ্লব ব্যানার্জী, সঙ্গীয় অজিত ব্যানার্জী ও নয়ন ব্যানার্জী ৪নং সেকশনের মেইন রাস্তার পাশের ছড়ার কিনারে একটি লাশ পড়ে থাকতে দেখে তা বনমালী ব্যানার্জীর লাশ হিসেবে সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের দিন পুলিশ একটি রক্তমাখা ছুরি ও জুতা উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। মামলা নং-২৯, তারিখ-২৭/১০/২০১৫ইং।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বনমালী ব্যানার্জী খুনের ঘটনায় মূল হত্যাকারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

(এলএস/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test