E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় স্ত্রীর বিরুদ্ধে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

২০১৫ নভেম্বর ১৭ ১৯:২১:০৬
সাতক্ষীরায় স্ত্রীর বিরুদ্ধে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের অজিয়ার মোড়লের ছেলে ভ্যানচালক মো: শাহীন তার স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে এখন দিশোহারা হয়ে পড়েছে। শুধু তাই নয় উল্টো মামলা করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভ্যানচালক শাহীন বলেন, গত তিন বছর আগে তার প্রথম ন্ত্রী মারা যায়। এর তিন মাস পর আমি দুটি সন্তানকে লালন পালন করতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নুর ইসলাম মোড়লের স্বামী পরিত্যাক্তা মেয়ে আমবিয়া খাতুনকে বিয়ে করেন। ২য় স্ত্রী অসৎ প্রকৃতির হওয়ায় দাম্পত্য জীবনে কারণে অকারণে ঝগড়া ও দুর্ব্যবহার করতো। শাশুড়ী গত বছর আকে জমি কেনার কথা বলে তার কাছে ৭০ হাজার টাকা ধার চায়। স্ত্রীর চাপে আমি টাকাটা শাশুড়ীকে ধার দেই। এরপর সে তার সাথে দুর্ব্যবহার আরো বাড়িয়ে দেয়। গত ২ মাস আগে তার বাড়ীতে রাখা গরু বিক্রির ৭০ হাজার টাকা ও এক লাখ টাকার সোনার গোহনা নিয়ে পালিয়ে যায়। অনেক খোজাখুজি করে স্ত্রীকে না পেয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। তিনদিন নিরুদ্দেশ থাকার পর সে তার বাপের বাড়ীতে যায়। খবর পেয়ে সে ও এলাকার গন্যমান্য লোকজন নিয়ে তাকে বাড়ীতে আনার জন্য চেষ্টা করলে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। স্ত্রীকে ফেরৎ পাওয়ার জন্য আদালতের আশ্রয় নেওয়া হয়।
এদিকে ২য় স্ত্রী আম্বিয়া খাতুন সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২৪৬/১৫ নং মামলা করে। ভোমার ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম এ মামলার তদন্তভার পেয়ে তাকে নোটিশ করে।

শাহীন সংবাদ সম্মেলনে কান্না জনিত কণ্ঠে জানান, সে গরীব অসহায় একজন ভ্যানচালক। আমার এলাকার লোকজন নিয়ে শ্বশুর বাড়ীতে গেলে তারা তাদেরকে (শাহীন) অপমান করে তাড়িয়ে দেয়। একই সাথে ভোমরা ইউপি চেয়ারম্যান মো: আসাদুল ইসলাম তাদের পক্ষে একতরফা রায় দেন।

এব্যাপারে ষড়যন্ত্রের শিকার শাহিন তার স্ত্রীর মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে নিরপেক্ষ পূন: তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে জোর দাবী জানান।


(এইচবি/এসসি/নবেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test