E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়া সীমান্তে ঢুকে ৫ বাংলাদেশী কৃষককে পিটিয়ে জখম

২০১৫ ডিসেম্বর ০২ ১৭:০৮:৫৭
কলারোয়া সীমান্তে ঢুকে ৫ বাংলাদেশী কৃষককে পিটিয়ে জখম

সাতক্ষীরা প্রিতিনিধ : ধাওয়া খেয়ে পালিয়ে আসা চোরাচালানী ধরতে এসে বাংলাদেশী পাঁচ কৃষককে পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের জিয়াদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৭), শামীম হোসেনের ছেলে গোলাম (৩০), আবুল কাসেমের ছেলে রিপন ইসলাম (৩০) ও আফতাব হোসেনের ছেলে রুহুল আমিন (৪০)।

সীমান্ত গ্রামবাসি জানান, বুধবার ভোরে গরু নিয়ে আসার সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু পাচারকারিকে ধাওয়া করে। একপর্যায়ে ভারতীয় গরু রাখালরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের গোয়ালপাড়া সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরাও তাদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে গোয়ালপাড়া এলাকায় পটল ক্ষেতে কর্মরত পাঁচজন বাংলাদেশী কৃষককে মারধর করে। এ সময় বিএসএফ শূন্যে দু’ রাউ- গুলি ছোঁড়ে। দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে স্থানীয় সীমান্তবাসী ও বিজিবি একত্রিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহত বাংলাদেশীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বিএসএফ এর নির্যাতনে দু’জন কৃষক আহত হয়েছে নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। পরবর্তীতে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হবে।


(আরেক/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test