E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন

২০১৫ ডিসেম্বর ০৪ ১৯:০১:০৯
শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন

সাতক্ষীরা প্রতিনিধি : রাত পোহালেই শনিবার। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে দু’টি প্যানেলের পলিসি মেকাররা কয়েকদিন ধরে নিরলস সময় পার করছেন। পাশাপাশি তারা ভোটের হিসাব নিকাশে তৎপর রয়েছেন। ভোটারদের ভাগ্যে জুটছে ভালো ভালো ভুরি ভোজ।

সাতক্ষীরা প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫৯জন ভোটার রয়েছে। নির্বাচনকে ঘিরে অ্যাড. আবুল কালাম আজাদ- কামরুজ্জামান প্যানেলের বিরুদ্ধে লড়ছেন রামকৃষ্ণ চক্রবর্তী- মনিরুল ইসলাম মনি প্যানেল। শনিবার সকাল ৯টা থেকে দুপুর দু’টো পর্যন্ত এ ভোট গ্রহণের কাজ চলবে। সব কিছু ঠিকঠাক থাকলে গণনা শেষে বিকেল চারটার মধ্যেই ফল প্রকাশ হয়ে যাবে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন ও জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম।

এদিকে গত দু’দিনে দু’টি প্যানেলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়ের ব্যাপারে সকলেই আশাবাদি । তবে বিগত দিনের কিছু ঘটনার কথা মনে রেখে দল পরিবর্তন করেছেন কয়েকজন।

তাদের একটি ভোট বিরোধী প্যানেলে যেতে পারে বলে বুক বেঁধেছেন বিরোধী গ্রুপের নীতি নির্ধারকরা। তবে গতবারে নির্বাচিত আবু আহম্মদ- উজ্জ্বল প্রুপে না থেকেও তাদের প্যানেলের বাইরে অর্ন্তঘাতমূলক ভোট দেওয়ার অভিযোগ ছিল একাধিক সাংবাদিকের বিরুদ্ধে।

ফলে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার কোনভাবেই ছাড় দিতে নারাজ কালাম- কামরুজ্জামান গ্রুপ। দো-আশলা সদস্যদের বাদ দিয়েই জয়ের পথ সুগম করে নিয়েছেন বলে দাবি করেছেন তাদের নীতি নির্ধারকরা।

তবে অন্যবারের মত সবকিছু ঠিক ঠাক থাকলেও ভোটের জন্য কোরান শরীফ বা গীতা শপথের প্রক্রিয়া থাকছে না। সভাপতি ও সম্পাদক জয়ের লক্ষ্যমাত্রার চেয়ে কমপক্ষে তিনটি করে ভোট বেশি পাবেন বলে আশাবাদি।

ইতোমধ্যেই বিরোধী প্যানেলের সহ-সভাপতি প্রার্থী কালিদাস রায় তার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গেছেন এ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী আব্দুল ওয়াজেদ কচি। বর্তমানে কালিদাস রায় কালাম -কামরুজ্জামান প্যানেলকে সমর্থন করেছেন। এ প্যানেল জিতলে সদস্যপদ পাবেন এমন আশায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কয়েকজন জুনিয়র সাংবাদিক।

তবে রামকৃষ্ণ মনি প্যানেলের নীতি নির্ধারকরা ভরাডুবির চেয়ে কৌশলে রামকৃষ্ণকে জিতিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

প্রয়োজনে ‘সভাপতি হামারা দো, সম্পাদক তুমারা লো’ এ গোপন পরিকল্পনাও চালিয়েছেন তারা। তবে স্বামীকে জয়ী করতে মাঠে নেমেছেন এ প্যানেলের সম্পাদক প্রার্থীর সহধর্মিনী। মোটর সাইকেলে ও প্রাইভেটে করে আশাবাদি বিরোধী প্যানেলের ভোটারদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি।

তিনি ও ছেড়ে দেওয়ার পাত্রী নন। কিন্তু শুক্রবার দুপুরের সর্বশেষ সভায় তাদের জয়ের পক্ষে নুন্যতম পয়োজনীয় সদস্যদের হাজির করাতে ব্যর্থ হন তারা। যদিও অনুপস্থিত সদস্যরা যথাসময়ে হাজির হয়ে ভোট দেবেন বলে তারা আশাবাদি।

এমনকি বিপরীত গ্রুপের দু’একজন তাদের পক্ষে ভোট দেবেন বলেও তাদের দৃঢ় বিশ্বাস। তবে পিচ ওঠা রাস্তা পেরিয়ে খেয়াঘাটে নৌকা ভেড়ানোর সম্ভাবনা কতটা তা নিয়ে সন্দিহান তারা।

(আরকে/এএস/ডিসেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test