E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা ও কলারোয়ায় ২ জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিল

২০১৫ ডিসেম্বর ০৬ ১৮:০৯:০৪
সাতক্ষীরা ও কলারোয়ায় ২ জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা প্রিতিনিধ : সমর্থকদের স্বাক্ষরে গরমিল থাকায় সাতক্ষীরা পৌর নির্বাচনে জামায়াত নেতা নুরুল হুদার মনোয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। অপরদিকে কলারোয়া পৌর নির্বাচনে জামায়াত নেতা ইমান আলির মনোনয়নপত্রও বাতিল হয়ে গেছে । তারা দুজনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।

সাতক্ষীরার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক এহতেশামুল হক জানান নুরুল হুদা ১০০ জনের স্থলে ৯৯ জনের স্বাক্ষর জমা দেওয়ায় তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। অপরদিকে কলারোয়ার রিটার্নিং অফিসার মো. আবুল হোসেন বলেন স্বাক্ষরকারীদের স্বাক্ষরে গরমিল ও অস্পষ্টতা থাকায় ইমান আলির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আয়কর রিটার্ণ সংক্রান্ত কাগজপত্রের গরমিল থাকায় সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ কামরুন্নাহারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে বাছাই শেষে সাতক্ষীরায় আওয়ামী লীগ মনোনীত মো. শাহাদাত হোসেন, বিএনপির তাজকিন আহমেদ চিশতি, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাসিম ফারুক খান মিঠু টিকে রয়েছেন । এছাড়া কলারোয়ায় আওয়ামী লীগের আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির সাবেক মেয়র আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির এম মনসুর আলি ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত হোসেন প্রার্থী হিসাবে টিকে রয়েছেন।

(আরেক/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)



পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test