E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ছাত্র মৈত্রীর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০১৫ ডিসেম্বর ০৬ ১৯:১০:৫৯
সাতক্ষীরায় ছাত্র মৈত্রীর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষা, কাজের সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়ে ৩৫ বছর আগে জন্ম হয়েছিল বাংলাদেশ ছাত্র মৈত্রীর। জন্মলগ্ন থেকে এ সংগঠণের নেতা কর্মীরা যে কোন আন্দোলনে ভূয়সী ভূমিকা রেখে চলেছে।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত শিবির যখন সাতক্ষীরাকে সমগ্র দেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল ঠিক তখনই ছাত্র মৈত্রী ওই অসাম্প্রদায়িক চেতনার বিরোধীদের বিরুদ্ধে কখনো গণজাগরণ মঞ্চে অবার কনো ঘাতক দালাল নির্মুল কমিটির সঙ্গে সভা সমাবেশ করেছে। আন্দোলনে অংশ নিয়েছে আওয়ামী লীগসহ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সম্প্রতি ছাত্রমৈত্রী যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুজাহিত ও বিএনপি নেতা সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে আন্দোলন করেছে। ফাঁশির রায় কার্যকর পরবর্তী আনন্দ মিছিল করেছে। তেমনি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রত কার্যকরও তা বাস্তবায়নের জন্য ছাত্রমৈত্রী রাজপথে থেকে আন্দোলন করবে। শিক্ষা বানিজ্যিকিকরণ বন্ধে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে রাজপথে থাকতেত হবে।

রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি সাংসদ অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ এসব কথা বলেন।

জেলা ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব মৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সহ-সভাপতি মিজানুর রহমান,জেলা ছাত্রমৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক নিমাই দাশ, রাজনৈতিক শিক্ষা ও গবেষনা সম্পাদক জগদীশ সরদার, সরকারি কলেজ ছাত্র মৈত্রীর আহ্বায়ক পলাশ দাস।

এর আগে ছাত্রমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ শহরের পোষ্ট অফিস মোড়ে শহীদ রিমুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে র‌্যালি সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সমবেত হয়।

(আরকে/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test