E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আচরণ বিধি লংঘণের দায়ে দুর্গাপুরে ভ্রাম্রমাণ আদালতের দণ্ড অব্যাহত

২০১৫ ডিসেম্বর ২২ ২০:০১:৫৫
আচরণ বিধি লংঘণের দায়ে দুর্গাপুরে ভ্রাম্রমাণ আদালতের দণ্ড অব্যাহত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:নির্বাচনী আচরণ বিধি লংঘণের দায়ে মঙ্গলবার রিটার্নিং অফিসার মোঃ ইছমতউল্ল্যাহ বিএনপি মনোনীত মেয়র, দুইজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও তিনজন কাউন্সিলর প্রার্থীকে ৮ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন।

রিটার্নিং অফিসার মোঃ ইছমত উল্লাহ্ জানান প্রার্থীগণ ৮/৮ বিধি ও ৩১/১ ধারা লংঘণের দায়ে অর্থ দন্ডে দন্ডিত হয়েছেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ২ হাজার টাকা, কাউন্সিলর জাকির হোসেন, আবু সিদ্দিক, এমরোজ হোসেন, বিপ্লব রেমা প্রত্যেককে ১ হাজার টাকা ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বকুল রানী দাস এবং রাখী দ্রং কে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সুভাষিনী রংদীকে উক্ত ধারা মোতাবেক কেন জরিমানা ধার্য্য করা হবে না এই মর্মে এক সমন জারি করেন এবং ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোকলেছুর রহমান ০৭ জন প্রার্থীকে ১৬,০০০/- হাজার টাকা জরিমানা করেছিলেন। উপজেলা নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপকে নাগরিক সমাজ সাধুবাদ জানিয়েছেন।

(এনএস/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test