E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

২০১৫ ডিসেম্বর ২৯ ১৪:৩৫:২০
বান্দরবানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সার্ভার স্টেশন থেকে লামা ও বান্দরবান পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় জেলা রির্টানিং অফিসার আবু জাফরের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স, ব্যালেট পেপার, ভোটার তালিকা, কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে প্রিজাইডিং অফিসারগণ নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সাথে নিয়ে কেন্দ্রে চলে যান। জেলা রির্টানিং অফিসার আবু জাফর জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ২টি পৌরসভায় ১৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, এক প্লাটুন করে ২ পৌরসভায় ২ প্লাটুন বিজিবি এবং প্রতিটি কেন্দ্র ৮ জন করে পুলিশ, ১২জন করে আনসার সদস্য সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বান্দরবান পৌরসভায় ৯ ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ১৩টি। ভোটার ২৬ হাজার ৬শত ৪৮ জন। ১৩টি কেন্দ্রের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১৩জন প্রিজাইডিং অফিসার, ১৪৪জন পোলিং অফিসার, ৩০জন বিজিবি, ১০৮জন পুলিশ, ১৫৬ জন আনসার সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

বান্দরবান পৌরসভায় মোট মেয়র প্রার্থী ৩জন, সাধারণ কাউন্সিলর ২৭জন, নারী কাউন্সিলর ৮জন প্রতিন্ধিতায় নেমেছেন।

লামা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৯টি। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৪শত ৪৯জন। এই পৌরসভা নির্বাচনে ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৯জন প্রিজাইডিং অফিসার, ৭৮জন পোলিং অফিসার, ৩০জন বিজিবি, ৭২জন পুলিশ, ১০৮জন আনসার সদস্য নির্বাচনের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকবেন। এই পৌরসভায় মেয়র প্রার্থী ৩জন, কাউন্সিলর প্রার্থী ২৯ জন এবং নারী কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

(এএফবি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test