E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস ২০১৬ উদযাপন

২০১৬ জানুয়ারি ০২ ২০:২২:৫২
বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস ২০১৬ উদযাপন

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভাতা বই বিতরণ, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি.। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সমাজসেবা দিবসের সুচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রশিদ আমিন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এ ছাড়াও আয়োজিত অনুষ্ঠানে জেলাধীন বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবা বিভাগের উপ-তত্ত্বাবধায়ক সফিকুল ইসলাম, লামা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহী নেওয়াজ, রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদারসহ বান্দরবান জেলার সমাজসেবা অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিপাদ্য বিষয় সমাজসেবার প্রচেষ্টা-এগিয়ে যাবে দেশটা’র উপর আলোকপাত করে বীর বাহাদুর বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্পৃক্ত করতে হবে। আমরা অংশ গ্রহণ করলে দেশ এগিয়ে যাবে। তিনি সমাজের প্রতিটি পরিবারের উন্নয়নের বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, পরিবারের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে- আর সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর উপলব্ধি ছিল- গ্রাম অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। তাই তিনি উপজেলা পর্যায়ে সমাজসেবার কার্যক্রম বিস্তৃত করেন। শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী ছেলেমেয়েরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশের সুনাম উজ্জল করেছেন। বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে। সরকার দেশের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন পাঠ্যবই তুলে দিয়েছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদফতর। তিনি আরো বলেন বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান যাতে বৃদ্ধি হয় সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি বীর বাহাদুর এমপি, সমাজসেবা অধিদফতর এর আওতায় জরিপে অন্তর্ভূক্ত ও শনাক্তকৃত বান্দরবান জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে “সুবর্ণ নাগরিক” হিসেবে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করেন একইসাথে তিনি বান্দরবান জেলায় ২০১৫-১৬অর্থ বছরে মনোনীত নতুন বয়স্ক ভাতাভোগীদের হাতে ভাতা পরিশোধ বই তুলে দেন।



(এএফবি/এস/জানুয়ারি০২,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test