E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে খালে, ছাত্র-ছাত্রীরা বিপাকে

২০১৬ জানুয়ারি ১৬ ১৮:২৯:৫৬
কলাপাড়ায় ব্রিজ ভেঙ্গে খালে, ছাত্র-ছাত্রীরা বিপাকে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের উইর‌্যাল খালের উপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙ্গে পড়েছে। শুক্রবার বিকালে ধান বোঝাই একটি টমটম পার হতে গিয়ে কাঠের পাঠাতন ভেঙ্গে টমটমটি খালে পড়ে যায়।

এ সময় অন্তত ৭ জন আহত হয়েছে। ব্রিজ ভেঙ্গে যাওয়ার ঘটনায় চার গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দূর্ভোগে পড়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী ও স্থানীয় সবজি বিক্রেতারা।

জানা যায়, ১৯৯২-৯৩ অর্থবছরে আয়রন-কাঠের এই ব্রিজটি নির্মান করা হয়। আয়রনের কাঠামোর হলেও ব্রিজের পাটাতন ছিলো কাঠের। সিডরের সময় ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে এলাকাবাসীর দীর্ঘ দাবির প্রেক্ষিতে তিনবছর আগে উপজেলা পরিষদ এক লাখ টাকা ব্যয়ে ব্রিজটি মেরামত করে। কিন্তু কাঠের পাটাতন মেরামতের নামে লুটপাট করায় এখন ব্রিজটি পুরোপুরি ভেঙ্গে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসা, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া মহিলা ডিগ্রী কলেজ ও মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজে অধ্যায়রনরত ছাত্র-ছাত্রীদের এই ব্রিজ পার হয়ে যেতে হয়। কিন্তু শুক্রবার ব্রিজটি ভেঙ্গে পড়ায় শনিবার সীমাহীন দূর্ভোগে পড়ে অন্তত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী।

স্কুল ছাত্রী সামিয়া ও ইতি জানায়, তারা জানতেন না ব্রিজ ভেঙ্গে গেছে। শনিবার সকালে ব্রিজের কাছে এসে দেখেন ব্রিজ ভাঙ্গা। তাই তারা স্কুলে যেতে পারেন নি।

স্থানীয় সবজি ব্রিক্রেতা শামসুল হক গাজী বলেন, এ ব্রিজ ভেঙ্গে পড়ায় সবজি গ্রামখ্যাত নীলগঞ্জের শত শত কৃষক এখন বিপদে পড়েছেন। আগে এ ব্রিজ দিয়ে সবজি পরিবহন করতে পারলেও এখন ৩-৪ কিশোমিটার ঘুরে যেতে হয়েছে।

ইউপি সদস্য কামাল গাজী জানান, এ ব্রিজটি এতোদিন জোড়াতালি দিয়ে মানুষ চলাচল করলেও এখন আর উপায় নেই। জরুরী ভিত্তিতে ব্রিজটি মেরামত কিংবা নতুন ব্রিজ নির্মান করা না হলে চার গ্রামের দশ সহস্রাধিক মানুষ সীমাহীন দূর্ভোগে পড়বে। সবচেয়ে বেশি বিপাকে পড়বে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ মালেক খান জানান, প্রায় ২৩ বছর আগে ব্রিজটি নির্মান করা হয়েছিলো। কিন্তু গত কয়েক বছরেও সংস্কার না হওয়ায় এখন ভেঙ্গে পড়েছে। জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কার প্রয়োজন বলে তিনি জানান।

(এমকেআর/এইচআর/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test