E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে চলছে বন্যপ্রাণী জীববৈচিত্রসহ খাল জরিপ

২০১৬ জানুয়ারি ২১ ১২:৪৯:০৬
সুন্দরবনে চলছে বন্যপ্রাণী জীববৈচিত্রসহ খাল জরিপ

শেখ আহসানুল করিম, বাগেরহাট :ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবন জুড়ে এখন চলছে রয়েল বেঙ্গল টাইগারের আবাশস্থল, চিত্রল হরিণসহ বন্যপ্রাণী, জীববৈচিত্র ও খাল জরিপের কাজ। সুন্দরবনের বাঘ প্রকল্পের আওতায় ইউএসএআইডি ও বন বিভাগের ওয়াইল্ড টীমের বিশেষজ্ঞরা ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে সরেজমিনে জীববৈচিত্রসহ বন্যপ্রাণী ও খালের বর্তমান অবস্থা সম্পর্কে জরিপ ও গণনার কাজ চালিয়ে যাচ্ছে।

এসব জরিপ ও গণনার কাজে ইউএসএআইডি ব্যায় করছে ১ কোটি ২৪ লাখ টাকা। এই গণনা বা জরিপের কাজ আগামী ১০ ফেব্রুয়ারী শেষ হবে। খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য ও জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই সুন্দরবনের মোট আয়তনের স্থাল ভাগের পরিমান ৪ হাজার ১শ ৪৩ বর্গকিলোমিটার যা সমগ্র সুন্দরবনের ৬৮.৮৫ ভাগ। এই ম্যানগ্রব বনের প্রধান উদ্ভিদ সুন্দরীসহ ৩শ ৩৪ প্রজাতির গাছপালা, ১শ ৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অরকিট রয়েছে। বিশ্ববাসির গর্ব সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, মায়া হরিণ, বন্যশুকর, উটবিড়াল, বন মোড়গ, বানরসহ ৩শ ৭৫ প্রজাতির বন্যপ্রানীর বৃহত্তম আবাসভূমি। আরো রয়েছে ৩ শতাধিক প্রজাতির পাখি। অন্যদিকে ১ হাজার ৮৭৪ বর্গ কিলোমিটার বা সমগ্র সুন্দরবনের ৩১.১৫ ভাগ এলাকাই হচ্ছে নদী-খাল। এই জলভাগে রয়েছে ছোট-বড় প্রায় সাড়ে ৪ শত নদ-নদী ও খাল। সুন্দরবনের বিশাল এই জলভাগে মৎস্য সম্পদের মধ্যে রয়েছে রূপালী ইলিশসহ ২১০ প্রজাতির সাদা মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, বিশ্বখ্যাত শিলা কাঁকড়াসহ ১৩ প্রজাতির কাঁকড়া, এক প্রজাতির লবষ্টার ও ৪২ প্রজাতির শামুক-ঝিনুক। রয়েছে বিলুপ্তপ্রায় ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, কচ্ছপ, গুইসাপ, লোনা পানির কুমির, হাঙ্গর ও অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ। এসব বন্যপ্রাণী, জীববৈচিত্রের মধ্যে সুন্দরবনের প্রকৃতির পাহারাদার রয়েল বেঙ্গল টাইগারের জরিপ বা গণনার কাজ শেষ হয়েছে। সর্বাধুনিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ওই বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ৪শ শতাধিক থেকে কমে আসংকাজনক হারে এসে দাড়ায় মাত্র ১০৬ টিতে। এনিয়ে সুন্দরবন বিশেষজ্ঞ ও পরিবেশবীদদের মধ্যে শুরু হয় তোলপাড়। এরই পেক্ষপটে বাঘ কমে যাওয়ার কারন অনুসন্ধানে বাঘের আবাসন্থল ও চলাচলের গতিপথ, হরিণসহ বন্যপ্রাণী, জীববৈচিত্র ও খালের সঠিক সংখ্যা ও বর্তমান অবস্থা হালনাগাদ জানতে ইউএসএআইডি ও বনবিভাগ সুন্দরবনে জরিপ বা গননার কাজ শুরু করেছে।

সুন্দরবনের বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) জহিদুল কবির জানান, ম্যানগ্রোভ সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের জরিপের পাশাপাশি এই বনের খালগুলো গননাসহ হালনাগাদ প্রকৃত অবস্থা জানতে শুরু হয়েছে। সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য ধরে রাখতে ১ হাজার ৮৭৪ বর্গ কিলোমিটার নদ-নদী ও খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমুদ্রের পলিবাহিত জোয়ারের পানির পলিমাটি ‘জমে’ সুন্দরবনের খালগুলোর বর্তমান অবস্থা কোন পর্যায়ে রয়েছে হাল নাগাদ সেবস তথ্য জানতে এই ম্যাগ্রোভ বনজুড়ে সরেজমিনে জরিপ বা গণনার কাজও পাশাপাশি চালিয়ে যাওয়া চচ্ছে। এছাড়া বিগত বছরগুরোতে সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূল জুড়ে বিশাল-বিশাল চর জেগে ওঠার পর প্রাকৃতিক ভাবে সেখানে ম্যানগ্রোভ বনের সৃষ্টি হয়েছে। এসব নতুন বন এলাকায়ও প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে নতুন-নতুন খাল। এসব খালগুলো রয়েগেছে সুন্দরবন বিভাগের জরিপ বা গণনার বাইরে। এসব বিষয়কে সামনে রেখে সুন্দরবনের বাঘ প্রকল্পের আওতায় গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের আবাশস্থল, চিত্রল হরিণসহ বন্যপ্রাণী, জীববৈচিত্র ও খাল গণনা বা জরিপের কাজ। আগামী ১০ ফেব্রুয়ারী এসব জরিপ বা গননার কাজ শেষ হবে বলে তিনি জানান।

(এসএকে/এস/জানুয়ারি ২১,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test