E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশু পাচারের অভিযোগ

২০১৬ জানুয়ারি ২১ ১৩:৩১:০৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশু পাচারের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি :কোটালীপাড়ার শিশু হাবিবকে কাজের কথা বলে চট্রগ্রামে নিয়ে যাওয়া হলেও গত কয়েক মাসে তার কোন খোঁজ পাচ্ছেননা তার পরিবার। তাকে পাচার করা হয়েছে এমন অভিযোগ এনে শিশু সন্তানকে ফেরত দেবার দাবী জানিয়েছেন শিশুটির বাবা-মা।

গোপালপুর গ্রামের কৃষক টুটুল শেখের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র শিশু হাবিবকে কাজের কথা বলে তিন মাস আগে চট্রগ্রামের টাইগারপাস এলাকায় নিয়ে যায় একই গ্রামের ঠান্ডা হাওলাদার। সেখানে লেপ-তোষকের দোকানে কাজ শিখে হাবিব রোজগার করতে পারবে এমন আশ্বাসের ভিত্তিতে কাজে পাঠায় শিশুটির দারিদ্র বাবা-মা।

কিন্তু, গত কয়েক মাসে শিশু হাবিবের সাথে পরিবারের কোন যোগাযোগ নেই। তাকে যে কাজে নিয়ে যায় সেও নানা টাল বাহানা শুরু করেছে। এরই এক পর্যাযে দাবী ওঠে শিশুটিকে ফিরিয়ে দেবার। একাধিকবার এলাকায় বসে শালিশ বৈঠক। শালিস বৈঠকে প্রতিবারই শিশুটিকে ফেরৎ দেবার জন্য সময় নেয় ঠান্ডা হাওলাদার ও তার পরিবার। শেষ শালিস বেঠক হয় গত সপ্তাহে। সে সময়ে আবারও এলাকার মাতব্বরদের কাছ থেকে সময় নিয়ে এলাকা ছাড়া হয়েছে অভিযুক্ত ঠান্ডা হাওলাদার ও তার পরিবার।

হাবিবের মা রেবা বেগম জানান, ঠান্ডার কাছে তার ছেলের কথা জানতে চাইলে সে এক এক সময় এক এক ধরনের কথা বলেছে। তার ধারনা ঠান্ডা তার ছেলেকে পাচার করে দিয়েছে। তিনি ঠান্ডার শাস্তির পাশাপাশি তার ছেলেকে ফেরত চান।

হাবিবের বাবা টুটুল শেখ বলেন, মাসে ৫শ’ টাকা দেবে এবং কাজ শেখাবে আইে কথা বলে তার শিশু সন্তানকে নিয়ে যায় ঠান্ডা হাওলাদার। তাকে এ ভাবে পাচার করে দেয়া হবে এটা যদি জানতেন তাহলে কি আর হাবিবকে কাজে পাঠাতেন ?

ইউপি মেম্বার কাঞ্চন হাওলাদার ও এলাকাবাসী জানালেন, অভিযুক্ত ঠান্ডা হাওলাদার ও তার পরিবারের অতীত ইতিহাস খারাপ। তাদের বিরুদ্ধে এর আগেও মানব পাচারের অভিযোগ রয়েছে। ছেলেটিকে ফিরিয়ে দেবার কথা বলে একাধিকবার সে তার কথা রাখেনি। এলাকাবাসীর ধারনা তাকে পাচার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, এ বিষয়ে ৭জনকে আসামী করে মঙ্গলবার হাবিবের মা রেবা বেগম থানায় মামলা করেছেন। ছেলেটিকে উদ্ধারসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

শিশু হাবিবকে তার বাবা মায়ের কোলে যাতে ফেরৎ দেয়া হয় এবং অভিযুক্তদের শাস্তি দেয়া হয় তার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

(এমএইচএম/এস/জানুয়ারি ২১,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test