E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৈশ কোচ ব্রিজের নিচে : আহত ২২

২০১৬ জানুয়ারি ২৭ ১৫:০৩:৩৪
নৈশ কোচ ব্রিজের নিচে : আহত ২২

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব বাজিতপুর নামক স্থানে নির্মাণাধিন ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে গতকাল বুধবার ভোর ৬টায় দিনাজপুর গামী নৈশ কোচ ব্রিজের নিচে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে গেছে ঐ কোচের সামনের অংশ।

এতে ২২ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে মজনু মিয়া (৫৬) ও বাবুল শেখ (৫০) নামের দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী পারভিন বেগম (৩৫), আলম শাহ (৫০), মামুন সরকার (২৩) ও বেবি খানম (২৫) বলেন, নির্মাণাধিন ব্রিজের নিচে ঢাকা থেকে দিনাজপুর গামী কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫৮৮৭) নৈশ কোচটি আকস্মিকভাবে পার্শ্বের রাস্তা না গিয়ে দ্রুতগতিতে নির্মাণাধিন ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় বিকট শব্দ হলে স্থানীয়রা ঘটনা স্থলে ছুঁটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠান। তবে মজনু মিয়া (৫৬) ও বাবুল শেখ (৫০) নামের দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনটি ঘটেছে।

নির্মাণাধীন ব্রিজের ঠিকাদারের পাহারাদার তোতা মিয়া বলেন, দ্রুত গতিতে কোচটি ব্যারিকেড ভেঙ্গে ব্রিজের খাদের পড়ে যায়। এ সময় বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার সময় চালক ও হেলপার পালিয়ে যায়। তবে মজনু মিয়া ও বাবুল শেখ নামের দুই যাত্রী কোচ থেকে খাদে লাফ দেয়ায় তাদের গুরুতর আহত হয়েছেন। কোচে অন্তত অর্ধশত যাত্রী ছিল। তবে ঘটনাস্থলে কেউ মারা যায়নি।

ফুলবাড়ী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করা হয়। তবে কেউ মারা যায়নি।
থানার এএসআই সাদেকুল জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই স্থানীয়রাসহ দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শেষ করে ফেলেন। গাড়ির চালক ও হেলপারের খোঁজ খবর নেয়া হচ্ছে।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, দুর্ঘটনা এড়াতে নির্মাণাধিন ব্রিজের উভয় পার্শে¦ বড় ধরনের ইটপাথরসহ বাঁশ খুঁটি দিয়ে ব্যারিকেড দেয়ার পাশাপাশি রাতভর হ্যারিকেন জ্বালিয়ে আলো দিয়ে বিপদ সংকেত দেখানো হচ্ছে। চালক ঘুমিয়ে থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলেই ধারনা করা হচ্ছে।

(এডি/এস/জানুয়ারি২৭,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test